13th Anniversary Sharodiyo Durga Utshob By BCS

সন্মানিত শুধী বৃন্দ ,
প্রণিপাত রহিল ।
সরস্বতী পুজা, সরস্বতী পুজা ।
মহা পঞ্চমীর পুন্য তিথিতে আগামী ১০ই ফেব্রুয়ারী ২০১৯ ইং, ২৬শে মাঘ ১৪২৫ সাল
রবিবার, শ্রী শ্রী সরস্বতি পূজা উদযাপনের দিন ধার্য্য করা হয়েছে, এতে দিনভর ধর্মীয়
অনুষ্ঠানের পাশা পাশি রয়েছে কোমলমতি শিশু – কিশোরদের পরিবেশিত সাংস্কৃতিক
অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং হাতে খড়ি অনুষ্ঠান, আপনাদের সবার সহযোগিতা এবং স্বপরিবারে ও স্ববান্ধবে অংশগ্রহনে সার্থক হোক আমাদের আয়োজন ।
আসুন সবাই মিলে মায়ের চরণে পুস্পাঞ্জলি নিবেদন পূর্বক অমৃতন্যায় মাতৃপ্রসাদ লাভ
করে তৃপ্ত হই এবং জ্ঞান নির্ভর সমাজ গঠনের পথে এগিয়ে যাই।
প্রণাম –
সরস্বতি মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিদ্যারূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোহস্তু তে।।
হে বিদ্যাদেবী মা তুমি আমাদের সবার অপুরন্ত বিদ্যার ভান্ডার দান করো।
পদযুগলে ঠাঁই দিও মাগো।
জয় মা সরস্বতী ।
ধন্যবাদান্তে ,
Bengali community Singapore .