Pohela Boishak 1425 (Bengali New Year)Celebration cum Picnic 2018 at Sembawang Park Lawn Area on 15th April 2018 (Sunday)
Pastevents April 7, 2018, Comments Off 255আসিতেছে ,আসিতেছে , আসিতেছে !
কি আসিতেছে ?
শুভ নববষ ১৪২৫ !
কখন হবে ?
১৫ই এপ্রিল, রবিবার ২০১৮ !
কোথায় হবে ?
সেমবাওয়াং পার্ক !
কয়টা থেকে আরম্ব হবে ?
সকাল ১০ টা – সন্ধ্যা ৭ টা !
সকালের প্রাতরাশ কি হবে ?
পান্তা ভাত, আলু ভর্তা, শুটকি ভর্তা , ইলিশ ভাজি, কাঁচা লঙ্কা ! সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত !
খেলাধুলা হবে কি ?
হ্যাঁ , ছোটদের, বড়দের ও মহিলাদের অনেক ধরনের খেলার আয়োজন রহিয়াছে ! যেমনি পার তেমনি সাজ , ফ্যাশন সো , মিস বিসিএস ,
রশি টানাটানি , বেডমিনটন ।
কালচারাল প্রোগ্রাম হবে কি ?
দেশী বিদেশী অনেক শিল্পীর কন্টে গান শুনতে পাবেন !
দুপরের খাওয়া কয়টায় ?
দুপরের খাওয়া ২.৩০ মিনিটে !
লাকি ড্র থাকবে কি ?
অবশ্যই – প্রতি টিকেট $ ২ !
আমাদের কি কনো কনটিবিউট করতে হবে ?
হ্যাঁ, প্রতি জন $ ১০ !
আয়োজনে কারা ?
বেঙ্গলী কমিউনিটি সিঙ্গাপুর !
আর কত দিন বাকী ?
আর মাত্র ১৩ দিন বাকী !
হ্যাঁ , আমরা আসব !
অবশ্যই আসবেন !
“বেঙ্গলী কমিউনিটি সিঙ্গাপুর” এর পক্ষ থেকে আপনারা সবাই সবান্দবে আমন্ত্রিত !
…. বিসিএস এর জয় হোক ….!