Pohela Boishak 1425 (Bengali New Year)Celebration cum Picnic 2018 at Sembawang Park Lawn Area on 15th April 2018 (Sunday)

Pohela Boishak 1425 (Bengali New Year)Celebration cum Picnic 2018 at Sembawang Park Lawn Area on 15th April 2018 (Sunday)

Pastevents Comments Off 254

আসিতেছে ,আসিতেছে , আসিতেছে !
কি আসিতেছে ?
শুভ নববষ ১৪২৫ !

কখন হবে ?
১৫ই এপ্রিল, রবিবার ২০১৮ !

কোথায় হবে ?
সেমবাওয়াং পার্ক !

কয়টা থেকে আরম্ব হবে ?
সকাল ১০ টা – সন্ধ্যা ৭ টা !

সকালের প্রাতরাশ কি হবে ?
পান্তা ভাত, আলু ভর্তা, শুটকি ভর্তা , ইলিশ ভাজি, কাঁচা লঙ্কা ! সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত !

খেলাধুলা হবে কি ?
হ্যাঁ , ছোটদের, বড়দের ও মহিলাদের অনেক ধরনের খেলার আয়োজন রহিয়াছে ! যেমনি পার তেমনি সাজ , ফ্যাশন সো , মিস বিসিএস ,
রশি টানাটানি , বেডমিনটন ।

কালচারাল প্রোগ্রাম হবে কি ?
দেশী বিদেশী অনেক শিল্পীর কন্টে গান শুনতে পাবেন !

দুপরের খাওয়া কয়টায় ?
দুপরের খাওয়া ২.৩০ মিনিটে !

লাকি ড্র থাকবে কি ?
অবশ্যই – প্রতি টিকেট $ ২ !

আমাদের কি কনো কনটিবিউট করতে হবে ?
হ্যাঁ, প্রতি জন $ ১০ !

আয়োজনে কারা ?
বেঙ্গলী কমিউনিটি সিঙ্গাপুর !

আর কত দিন বাকী ?
আর মাত্র ১৩ দিন বাকী !

হ্যাঁ , আমরা আসব !
অবশ্যই আসবেন !
“বেঙ্গলী কমিউনিটি সিঙ্গাপুর” এর পক্ষ থেকে আপনারা সবাই সবান্দবে আমন্ত্রিত !
…. বিসিএস এর জয় হোক ….!

Contact

Mr. Uttom Kumar Nag

President

Bengali Community (Singapore)

Registration No. ROS 1089/2007



Registered Office:

Block – 56, #20-15, The Madeira,

Bukit Batok Street – 31, Singapore

659445.

Website: www.bengalics.org

E-Mail: info@bengalics.org

   BCS © copyright 2016

Back to Top